1. info@dailyajkerbangla.com : Developer :
  2. hairajmaji28@gmail.com : Md Hairaj Maji : Md Hairaj Maji
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতালি নেওয়ার প্রলোভনে যুবকের সর্বনাশ প্রতারক আব্দুস সত্তার গ্রেফতার প্রধান সহযোগী গোলাম পলাতক ৪২ তম বিসিএস (স্বাস্থ্য)ক্যাডারদের ১ বছর পূর্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। তালতলীতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন এবং ওয়াশ বিষয়ক প্রশিক্ষণ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণসম্পাদক নির্বাচিত তালতলীর আকন মামুন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জাহাজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে তালতলীতে মানববন্ধন। তালতলীতে ছোটবগী বাজারের নোটিশ ছাড়া স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট তালতলী উপ জেলা ছাত্রদলের সদস্য সচিব পদ ফিরে পেলেন জহির। মনগড়া নতুন সদস্য বানিয়ে বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের পাতানো নির্বাচনের পায়তারা ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন জমি দখলের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

পচাকোড়ালিয়া ইউপি নির্বাচনে বাবুল পাটোয়ারীকে নৌকার কান্ডারি হিসেবে দেখতে চায় জনগন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

তালতলী (প্রতিনিধি) বরগুনা:

আগামী ১৫ জুন বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এখনই ভোটাররা হিসেব কশাতে শুরু করেছে।
এর মধ্যে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন
পচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল পাটোয়ারী। সাধারণ জনগণ বাবুল পাটোয়ারীকে নৌকার কান্ডারি হিসেবে দেখতে চায়।

ইউনিয়ন ঘুরে জানা যায়, পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট তার ব্যক্তিগত প্রচেষ্টায় নির্মাণ করেছেন তিনি । যা অন্য কোন প্রার্থী করেনি। তার উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো- পিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে কালাম তালুকদার বাড়ি হয়ে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মান পরে পাকা করন।পচাকোড়ালিয়া স্লুইজ হইতে জামাল মাস্টার বাড়ি হয়ে হেলেঞ্চাবাড়ীয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মান পরে ইটের সলিংয়ের মাধ্যামে পাকা করন, যা বর্তমানে কার্পেটিং করে উন্নয়ন করা হচ্ছে।কচুপত্রা বাজার হইতে হাড়িপাড়া গ্রাম হয়ে চেয়ারম বাজার পর্যন্ত ৬ কিলোমিটার মাটির রাস্তা নির্মান। একি ইউনিয়নের গাববাড়ীয়া প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান।পচাকোড়ালীয় প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান। হাড়িপাড়া হাজি বাড়ির সামনে ব্রীজ নির্মান। গাববাড়ীয়া থেকে জয়ালভাংগা পর্যন্ত প্রায় ৭কিলোমিটার মাটির রাস্তা নির্মান।কচুপাত্রা বাজার থেকে পাটোয়ারী বাড়ি হয়ে বগী বাজার পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তা নির্মণ,যা এখন কার্পেটিং রাস্তা নির্মানের কাজ চলছে।কচুপাত্রা বাজারের ব্রীজ নির্মান।চেয়ারম্যান হাট সংলগ্ন খালে ব্রীজ নির্মানসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।

তাই তৃণমূলে জনপ্রিয়তায় এগিয়ে থাকা বাবুল পাটোয়ারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চান পচাকোড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষজন।

পচাকোড়ালিয়া ইউনিয়নের সাধারন ভোটাররা বলেন, বাবুল পাটোয়ারী বিগত দিনে তিনি নির্বাচিত কোন প্রতিনিধি না হয়েও এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। মাটির রাস্তা, ইঁটের রাস্তা,ব্রিজ, কালভার্ট খাল খনন সহ গ্রামিন অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাবুল ভাই নির্বাচিত হলে আমরা সাধারণ মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পাবো।
এবং এ এলাকায় ব্যপক উন্নয়ন হবে বলে মনে করি তাই
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন তাঁকেই নৌকা দেয়।

এ প্রসঙ্গে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাবুল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। তাই তাকে দলীয় মনোনয়ন দিলে দ্বিধা-দ্বন্দ্ব দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

বাবুল পাটোয়ারীর সমর্থকরা জানান,আগামী নির্বাচনে জয়ের স্বাদ পেতে হলে বাবুল পাটোয়ারীর কোনো বিকল্প নেই। তাকে মনোনয়ন দেওয়া হলে এই ইউনিয়নে আওয়ামী লীগের জয় নিশ্চিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন বাবুল পাটোয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২২ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হলে চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসেবে পরিণত করতে চান। জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার সব করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
All Rights Reserved © 2022 Daily Ajker Bangla
Developed By :: Sky Host BD