স্পোর্টস ডেস্কঃ
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন দেশের সেরা তারকা সাকিব আল হাসান। করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার কোভিড টেস্ট হয়েছে সাকিব আল হাসান। করোনার রিপোর্ট তার নেগেটিভ এসেছে। এখন মেডিক্যাল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।
জানা গেছে, দলে যোগ দিতে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিক্যাল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে।
এর আগে গত ৯ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করানো পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব আল হাসান ।
উল্লেখ্য, দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।