তালতলী (বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন
১নং পচাকোরালিয়া ইউনিয়নে আ.রাজ্জাক হাওলাদার
২নং ছোট বগী ইউনিয়ন পরিষদে মু.তৌফিকুজ্জামান তনু
৩নং কড়াই বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইব্রাহিম শিকদার পনু
৫নং বড়বগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমগীর মিয়া
নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদ .কামরুজ্জামান বাচ্চু
৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো.সুলতান ফরাজি।
এ তথ্য নিশ্চিত করেছেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকুজ্জামান তনু।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
বৈঠকে সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে অংশ নিয়েছেন বোর্ডর সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার বিকেল ৪টার পর থেকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে এসে পৌছান। পরে বিকাল ৪টা ৩৫ মিনিটে বেঠক শুরু হয়। এতে আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।