তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে
বিকেলে দলীয় কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.রেজবি-উল-কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলী হাং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার, এ সময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন এবং প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে উন্নত দেশের কাতারে জায়গা করে নেবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন দেশে বিএনপি জামাত জোটের সকল অপ-প্রচার ও ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে আওয়ামীলীগ আবার ও রাষ্ট্র ক্ষতায় আসীন হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বেই নির্মিত হবে।
এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
সব শেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।