তালতলী(বরগুনা)প্রতিনিধি
শেষ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন বরগুনার তালতলী উপজেলার ৬ ইউনিয়নের ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার(১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সদস্য পদে ১৯৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে ১ নং পচাকোড়ালিয়া ইউপিতে ৬ জন চেয়ারম্যান,৩২জন সদস্য ও ১০ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
২নং ছোটবগী ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান,২৯ জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩ নং কড়ইবাড়িয়া ইউনিয়নে ৮জন চেয়ারম্যান, ৩৬ জন সদস্য ও ১৫ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
৫ নং বড়বগী ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য ও ১১ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান,৩৫ জন সদস্য ও ১৪ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ৭ নং সোনাকাটা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান,৩১জন সদস্য ও ১১ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
শেষ ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী আজ ১৭ মে, যাচাই-বাচাই ১৯ মে, প্রতীক বরাদ্ধ ২৭মে ও ভোট গ্রহন আগামী ১৫ জুন। উল্লেখ্য, এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
(চেয়ারম্যান প্রার্থীর তালিকা)
সংগ্রহীত লাইভ তালতলী।