তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে নৌকার সমর্থকের বাড়িতে হামলা চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর লোকজন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকা ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিতরে ধাওয়া পাল্টার ঘটনা প্রায়ই ঘটছে। এরই জের ধরে গত ৯ জুন গভীর রাতে বড়পাড়া এলাকায় নৌকার সমর্থক ফাইজুল হকের বাড়িতে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। এসময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকনের বহিরাগত ও স্থানীয় তিন থেকে চারশত লোকজন দেশিও অস্ত্র দিয়ে নৌকার সমর্থকের বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়। এসময় ঐ বাড়িতে থাকা পুরুষ কোনো মতে পালিয়ে গেলেও সাহিদা,পিয়ারা,লাইলি ও জাহানারা নামের চার মহিলাকে মারধর করেন। এই সুযোগে বাড়িতে থাকা প্রায় ৫ লাখ টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে নৌকার সমর্থক ফাইজুল হক বলেন, আনারস প্রতীকের প্রার্থীর নেত্বেতে প্রায় তিন চার শত লোক মসজিদে মাইকিং করে আমার বাড়িতে হামলা চালায়। এসময় পুরুষরা পালিয়ে গেলেও মহিলাদের উপর হামলা চালায়। পরে ঘরে থাকা প্রায় নগত ৫ লাখ টাকা ও অলঙ্কার লুট করে নিয়ে যায়। আমি আজকের শনিবার থানায় অভিযোগ দিয়েছি।
বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হেও করার জন্য এই ঘটনা তারা রটিয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী আবদুল রাজ্জাক হাওলাদার বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রায়ই আমার কর্মী সমর্থকের ওপর হামলা করে আসছে। আমার নির্বাচনী প্রচারেও বাধা দিয়ে আসছেন। এরই জের ধরে আমার সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।