তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটুক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বরগুনার তালতলীতে নিদ্রা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার(১৭ জুন )জুমার নামাজ শেষে নিদ্রা বাজারের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মসজিদ মাঠে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন ধর্মপ্রাণ মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কতৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।এবং নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের কঠিন শাস্তি প্রদান করতেহবে। সময় ভারতের সকল পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা ।