তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের মো.আলমগীর মিঞা আলম মুন্সি, টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জনগণ।
রোববার (১৯ জুন) সকাল ১০টায় চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে তাকে মালা ও ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, শিকারী পাড়া গ্রামের জসিম ঘরামী, শাহজাহান, জালাল হাং, আল আমিন, জব্বার, খোকন,হারুন,ছালেক,নেছার,আলাউদ্দিন, তোফাজ্জল, হুমায়ুন মিয়া প্রমুখ, এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও শিক্ষক ইউনুস আলী হাং.
এ সময় গ্রাম বাসিদের পক্ষ থেকে জসিম ঘরামী বলেন, বিগত দিনে এই ইউনিয়নের স্কুল মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, শিক্ষার মান উন্নত হয়েছে। তাই এলাকাবাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আলমগীর মিঞা আলম মুন্সিকে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করেছেন । আমরা আশাবাদী, তিনি ৫ নং বড়বগী ইউনিয়ন কে উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য আরো কাজ করবেন।’
এ সময় আলমগীর মিঞা আলম মুন্সি বলেন,
আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। ইউনিয়নের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করেছি আরো কাজ করতে চাই। আশা করি আমি সকলকে নিয়ে এই ইউনিয়নকে আরো সুন্দর করে সাজাতে পারবো।দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারব।