তালতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের
বথিপাড়া গ্রামে রাতের আঁধারে ঘর তুলে চান বরু গং ও তার লোকজন জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক দিবাস সরকার, খোকন সরকার, প্রফুল্ল কুমার সরকার এমন অভিযোগ করেন।এ ঘটনায় (৩রাজুলাই)রোববার চান বরু গং দের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালীদের ইন্দনে সংখ্যালঘু হিন্দুদের উৎখাত ও তাদের পৈতৃক সম্পত্তি দখল নিতে ভূয়া জমির কাগজ পত্র তৈরি করে
মৃত্যু মন্নান চাপরাসির স্ত্রী বৃদ্ধা চানবরু ও তার সন্তানরা রাতের আধারের ঘর তুলে জমি দখল করেছেন।
আমাদের এ দেশ থেকে উৎখাত করতেই তাদের এই পরিকল্পনা। একাধিক বার তারা আদালতে মামলা করে হেরে গেছে। এখন গায়ের জোরে রাতের আধারে আমাদের জমি দখল করেছে। আমরা জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে জমি নিজেদের দাবী করে চানবরু বলেন, রাতের আধারে ঘর উঠাইনি ভোরে উঠাইছি। জমি আমার স্বামীর ক্রয় করা ছিল। কাগজ পত্রে তাদের জমি হলে আমি চলেযাবো।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাখাওত হোসেন (তপু) বলেন,উভয় পক্ষ অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।