তালতলীতে কাচা রাস্তা নিয়ে পাল্টাপাল্টি মারামারি, আহত(৩)
তালতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে রাস্তা নিয়ে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতদের সবাইকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(১৯ জুলাই) তালতলী সদর রোডে পাল্টাপাল্টি এ মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলো, রুবেল(৩৩),মজিবর ফকির(৪৫),নিজাম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামে একটি মাটির রাস্তাদিয়ে স্থানীয় লাল মিয়া ইট বোঝাই মাহেদ্রা গাড়ী চলাচলের কারনে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে গাড়ির ড্রাইভারকে ঔ রাস্তা দিয়ে ইটবোঝাই মাহেন্দ্রা চলাচলে বাধা দেয় স্থানীয় রাসেল দর্জি নামের এক যুবক। এ ঘটনা শুনে লাল মিয়ার বড় পুত্র রুবেল ও ছোট পুত্র মেহেদী তালতলী সদরে ঐ দর্জির দোকানে এসে রাসেলকে প্রথমে মারধর করে চলে আসে। এর কিছুক্ষণ পর রুবেল ঔ রাসেলের দোকানের সামনে দিয়ে নামাজ পরতে রওনা হলে রাসেল রুবেলকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা রুবেল কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনার জের ধরে পরের দফায় আহত রুবেল এর ভাই সোহেল তার ২০-২৫ জন হাতুড়ি বাহিনী নিয়ে সন্ধার দিকে উজ্জ্বল চত্বরে রাসেলের ভাই নিজাম ও মজিবর ফকিরকে হাতুড়ি দিয়ে এলোপাথারি মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠায়।
এ বিষয় অভিযুক্ত সোহেল বলেন, আমার বড় ভাই আহতর খবর শুনে আমি তালতলী আসি। আমার আসার সংবাদ শুনে রাসেল নিজাম ও সহ তাদের বাহিনী আমাকে মারার জন্য খুজতে থাকে। এক পর্যায় উজ্জ্বল চত্বরে আমাকে একা পেয়ে আমার উপর নিজাম ও তার বাহিনী হামলা করে এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতুড়ি পিটার প্রশ্নই আসেনা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এস আই রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।