মো.হাইরাজ মাঝি
বরগুনার তালতলী উপজেলার ছোট ভাইজোড়া এলাকার বাসিন্দা ও ছোট ভাইজোড়া ছালেহিয়া আলিম মাদ্রাসার সিঃ মৌলাভী আব্দুল আজিজ নেছারের সন্তান ৯বছরের শিশু আব্দুল্লাহ তোফায়েল ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর মাঝে দাড়িয়ে রয়েছে।
শিশুটির বাবা ও মা সকল লজ্জা ভুলে চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। দ্রুত চিকিৎসা না করালে তাকে বাঁচানো সম্ভব না। শিশুটির অপারেশনের জন্য ৬/৭ লাখ টাকা প্রয়োজন।
শিশুটির বাবা ও মা কান্না জনিত কন্ঠে বলেন, রমজানের আগে খুলনা হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সিটি স্ক্যান করে ব্রেন টিউমারের কথা জানান ডা.আব্দুল হালিম সর্দার। দ্রুত চিকিৎসা না করালে তাকে বাঁচানো সম্ভব না। আমরা জীবিত থাকতে আমার আদরের সন্তান বিনা চিকিৎসায় ধুকে ধকে মারা যাবে তা আমি কিভাবে দেখব বলেন? প্রত্যেক শিশুই তার মা-বাবার কাছে অমূল্য ধন। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করাতে। আমরা সকলের কাছে সন্তানের প্রাণ ভিক্ষা চাই। একটু আপনাদের একটু সাহায্যে আমার মানিক সুস্থ্য হয়ে উঠবে।
সহযোগিতার জন্য
বিকাশ ও নগদ নং +8801714684510।