নিজস্ব প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত নেতা গোলাম সরোয়ার ফোরকান।জামাত বিএনপির আমলে হামলা মামলার শিকার হয়েছেন অনেকবার।
কিন্তু বর্তমান সময়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের রাজনীতি করেন অনেক নেতাই।কিন্তু যখন আমতলী উপজেলা আওয়ামীলীগে নেতৃত্ব দেওয়ার মানুষ ছিল না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন তখন গোলাম সরোয়ার ফোরকান শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন। এখনোও দিচ্ছেন। আওয়ামীলীগ সম্মেলনে হাইব্রিড মেয়র মতির নির্দেশে তাঁর ভাইগ্না আজাদ আলাহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মিয়ার ছেলের উপর হামলা চালায়।একের পর নির্যাতনের শিকার তাঁর পরিবার।তাই তৃনমূল আওয়ামীলীগ তাঁর মূল্যায়ন চায়।
তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের কাছে তিনি, আমতলী উন্নয়নের রুপকার, মাটি ও মানুষের নেতা হিসাবেই পরিচিত। তাই আমতলী উপজেলা আওয়ামী লীগ গোলাম সরোয়ার ফোরকানের কাছে সবচেয়ে নিরাপদ।
তৃনমুলের নেতাকর্মীরা বলেন অনেক নেতা এখন আঃলীগের নাম ভাঙিয়ে ব্যপক জমিজমার মালিক হয়েছে। জাতীয় পার্টি, জামাত বিএনপি করে, এখন তারা আঃলীগের পদবি চায় এটা আওয়ামী লীগের মাথায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছে খন্দকার মোস্তফাকের অনুসারীরা।এখন তারা খোলস পাল্টে আঃ লীগের খোলসে চলাফেরা করে। সে দিকে নজর রাখতে হবে অন্য দল থেকে এসে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগের দুর্নাম ছড়াবে।
হাইব্রিড নেতা মতির টাকা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবে। বর্তমান উপজেলা আওয়ামিলীগ অনেক কোনঠাসা। তাই আওয়ামী লীগের ভালোর জন্য অবশ্যই দুর্দিনের পরীক্ষিত নেতা ছাড়া কোন বিকল্প নেই তাই গোলাম সরোয়ার ফোরকান সবচেয়ে যোগ্য নেতা।