তালতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলামের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে বরগুনা জেলা ছাত্রদল।
সোমবার (২৮ নভেম্বর ) জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই দিন বরগুনা জেলা ছাত্র দলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম রনি, তালতলী উপজেলা সদস্য সচিব স্ব- অব্যাহতির আদেশ প্রত্যাহারের অনুমোদন করেন।
ওই দিন বরগুনা জেলা ছাত্র দলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম রনি, তালতলী উপজেলা সদস্য সচিব স্ব- অব্যাহতির আদেশ প্রত্যাহারের অনুমোদন করেন।
এর আগে চলতি বছরের ০৫/০১/২০২২ বরগুনা জেলা ছাত্র দল। তালতলী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম অব্যাহতি দেয়।
অব্যাহতির আদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলার সিদ্ধান্ত মোতাবেক তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলামের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
পদ ফিরে পেয়ে ছাত্র দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সংসদ ছাত্রদল ও বরগুনা জেলা ছাত্রদলের নিকট কিছু লোক ভুল তথ্য উপস্থাপন করে এতে বিগত ০৫/০১/২০২২ ইং তারিখে বরগুনা জেলা ছাত্রদল অব্যহতি প্রদান করে, উক্ত তথ্য পর্যবেক্ষন করে ২৮/১১/২০২২ ইং তারিখ তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদে আমাকে পুনরায় বহাল করে।
জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন সংগ্রামে পূর্বে ছিলাম আছি এবং থাকবো৷ কোন ষড়যন্ত্র আমাদের রুখে দিতে পারবেনা।
এদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলামের অব্যাহতির খবর শুনে উপজেলার তৃনমুল পর্যায়ের ছাত্রদলের নেতা কর্মীরা মিষ্টি বিতাড়ন করে।