বিশেষ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বি এন পির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৩৯১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে হাইকমান্ড। আজ বি এন পির কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ৩৯১ সদস্যের এই কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন তালতলী উপজেলার সন্তানআকন মোঃ আল মামুন।
পিছিয়ে থাকা জনপদ তালতলী তথা বরগুনা জেলা থেকে দুইবার জাতীয় রাজনীতিতে এত বড় গুরুত্বপূর্ণ পদে আকন মামুনই প্রথম। দীর্ঘ বছর রাজপথের সম্মুখ যোদ্ধা হিসাবে রাজনীতি করেছেন আকন মামুন। এর আগে ২০১৬ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্মআহব্বায়ক ছিলেন। ছোটথেকেই রাজনীতির প্রতি খুব আগ্রহী চিলেন অজপাড়াগায়ের আকন মামুন। আকন মামুন তালতলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি ও তালতলী সরকারি কলেজ থেকে এইস এস সি পাশ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে BBA শেষ করে MBA তে অধ্যায়নরত আছেন। আকন মামুনের রাজনৈতিক অর্জন কে শুভেচ্ছা জানিয়েছে তালতলী উপজেলা জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মী সহ রাজনীতি সচেতন ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার নাসির উদ্দীন বলেন আমরা তালতলী উপজেলা ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শের সবার পক্ষ থেকে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কে ধন্যবাদ জানাই। আকন মামুন ভাইয়ের মত একজন রাজপথের নিবেদিত নেতাকে তিনি মূল্যায়ন করেছেন। উপজেলা বি এন পির আহ্বায়ক জনাব শহিদুল হক বলেন আমরা গর্বিত, আশাকরি আকন মামুন তার মেধা ও কর্ম দিয়ে দলকে অলংকৃত করবেন।