তালতলী বরগুনা প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তালতলী বরগুনার এর ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডাক্তারের ১ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং পড়া লেখার সামগ্রী বিতাড়ন করা হয়েছে। এ ছাড়াও গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও স্যানিটারি প্যাড বিতাড়ন করা হয়।
(২৮ ফেব্রুয়ারী ) মঙ্গলবার বিকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যে নিদ্রা আশ্রয়ন প্রকল্প সুবিধা বঞ্চিত পরিবারে হাইজিন উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আরএমও ডা আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে, ডা, মো আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এবং নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এর ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. আব্দুল্লাহেল কাফি,ডা. মো: আলমগীর হোসেন, ডা. মো: খোশনুর রাব্বি,ডা. মো: শাহেদ রহমান,ডা. অপার আমিনুল,ডা. ওবায়দুল আবীর,ডা. অরূপ রতন নাহা,ডা. মাহফুজা আক্তার,ডা. আইরিন আলম,ডা. নাজনীন জাহান,ডা. চৌধুরী নওশীন ফেরদৌস প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,ও নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডাক্তারেরা, দূর্গম নদীর পারের এ সকল শিশু কিশোরী ও মায়েদের কাথা চিন্তা করে। তারা যে কাজ করেছেন তা সত্যি এখানে একটি অনন্য নজির হয়ে থাকবে। তাদের এই চিন্তাকে সাধুবাদ জানাই।
এ সময় উদ্যোক্তারা বলেন , ইউএইচএফপিও ডা.শাকিলা আক্তার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সাদিক তানভীর স্যারের দিক নির্দেশনা ও পরামর্শে,সোনাকাটা ইউনিয়নের মধ্যে নিদ্রা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারে হাইজিন উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি দিয়ে আমরা তাদের পাশে দাড়িয়েছি।এসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এ উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য। র্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আনন্দ আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষদের সাথে ভাগ করার চেষ্টা করেছি।
উল্লেখ্য, আমাদের ৪২ তম বিসিএস (স্বাস্থ্য)ক্যাডারদের ১ বছর পূর্তি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে চিকিৎসায় দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছি। আজকে শিশুদের আনন্দ ও উচ্ছ্বাসই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি।